Saturday, August 8, 2020

হুটহাটে/রাঙতায় ব্যবসা করব কীভাবে?

জানেন নিশ্চয়ই, হুটহাট হচ্ছে মেয়ে নেটওয়ার্কের কেনাবেচার গ্রুপ। আর রাঙতা হচ্ছে সেই গ্রুপ থেকে আয়োজিত উদ্যোক্তা মেলা। লোকমুখে যারা হুটহাট বা রাঙতার কথা শোনেন, তারা প্রায়ই জানতে চান এখানে যুক্ত হবেন কীভাবে। নিয়মিত যেসব প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয় সেগুলো এখানে উত্তরসহ গুছিয়ে রাখতে চেষ্টা করছি। 

(১) রাঙতা মেলায় স্টল নিতে চাই। কী করব?

মেলার আগে রাঙতা পেইজে ফর্ম ছাড়া হয়। সেই ফর্ম পূরণ করে স্টল নেওয়ার আবেদন করতে পারবেন। তবে স্টল নির্বাচনে হুটহাটের উদ্যোক্তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় বলে বাইরের কম উদ্যোক্তাকেই মেলায় নেওয়া সম্ভব হয়।

(২) হুটহাটে যোগ দিতে চাই। কী করব?

আপনি যদি একজন নারী হন, প্রথমে মেয়ে নেটওয়ার্কের সাপোর্ট গ্রুপ সিস্টারহুডে যোগ দিন। সেখান থেকে সরাসরি হুটহাটে যোগ দিতে পারবেন।

(৩) সিস্টারহুডে যোগ দিবো কেন?

কারণ সিস্টারহুড মেয়ে নেটওয়ার্কের মূল অনলাইন প্রকল্প। সিস্টারহুডে না থাকলে আপনি মেয়ে নেটওয়ার্কের মূল ভাবনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন, এবং শুধুমাত্র মুনাফামুখী থাকবেন। হুটহাট/রাঙতা মেয়ে নেটওয়ার্কের সবচেয়ে ছোট প্রকল্প। আমরা চাই না আপনার চিন্তা আর কাজ এই ছোট পরিসরে সীমাবদ্ধ থাকুক। মেয়ে নেটওয়ার্কের মূল লক্ষ্য নারীর ঐক্য, নেতৃত্ব ও জেন্ডারের সাম্য। সিস্টারহুডে এগুলো নিয়ে আলাপ এবং কাজ হয়। আমরা আশা করি আমাদের সকল উদ্যোক্তা মেয়ে নেটওয়ার্কের মূল লক্ষ্য অর্জনে আমাদের সঙ্গে কাজ করবেন। এজন্য সকল নারী উদ্যোক্তাকে সিস্টারহুডে সময়, চিন্তা ও শ্রম দিতে বলা হয়।  

(৪) নারী না এমন কেউ যদি হুটহাটে ব্যবসা করতে চায় সে কী করবে? সে নিশ্চয়ই সিস্টারহুডে যোগ দেবে না।

নারী নন এমন কেউ হুটহাটে ব্যবসা করতে চাইলে তাকে মেয়ে নেটওয়ার্কের নির্ভরযোগ্য কোনো নারী সদস্যের মাধ্যমে আসতে হবে।

(৫) হুটহাটে যোগ দেওয়ার কতদিন পরে ব্যবসা শুরু করা যাবে?

হুটহাটে যোগ দেওয়ার এক মাস পরে আপনি নিবন্ধনের আবেদন জানাতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি হুটহাটে ব্যবসা শুরু করতে পারবেন।

(৬) হুটহাটের নিবন্ধিত উদ্যোক্তা হওয়ার উপায় কী?

প্রথমে নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। এরপর পরবর্তী ধাপ ইমেইলের মাধ্যমে জানানো হবে। ২০২০-২১ সালের নিবন্ধন ফর্ম পেতে ক্লিক করুন এখানে। আপনি যদি নিবন্ধনের সব শর্ত পূরণ করেন, আপনাকে মাসের প্রথম সপ্তাহে ইমেইল পাঠিয়ে পরবর্তী ধাপগুলো জানানো হবে।

 (৭) আর কোনো প্রশ্ন থাকলে কাকে, কোথায়, কীভাবে জিজ্ঞেস করব?

রাঙতা পেইজে মেসেজ পাঠাবেন কিংবা rangta.melaa@gmail.com-এ ইমেইল পাঠাবেন।