Sunday, October 15, 2017

মেয়ে (a sisterhood) গ্রুপের পরিচিতি ও আচরণবিধি

সিস্টারহুড (by Meye Network) হলো মেয়ে নেটওয়ার্কের সাপোর্ট গ্রুপ। গ্রুপের সকল সদস্য পুরো নেটওয়ার্ক এবং এর আচরণবিধি সম্পর্কে ধারণা রাখবেন। অন্যথায় পোস্ট, কমেন্ট কিংবা সংশ্লিষ্ট সদস্যকে রিমুভ করা হতে পারে। সকল বিধিনিষেধ সকল সদস্যের জন্য সমানভাবে প্রযোজ্য।

মেয়ে নেটওয়ার্ক (মেয়ে) কী?
মেয়ে নেটওয়ার্ক বাংলাভাষী নারীদের একটি নারীবাদী গ্রাসরুটস সংগঠন। এটি আমাদের ভাবনার সূতিকাগারকর্মযজ্ঞের মঞ্চবন্ধুতার উঠোন। সিস্টারহুডসন্ধি, রাঙতা এবং অগ্নি যথাক্রমে মেয়ের সাপোর্ট গ্রুপওয়েলফেয়ার প্রকল্প, উদ্যোক্তা প্রকল্প এবং গবেষণা প্রকল্প। মেয়ে” সম্পূর্ণ অলাভজনক এবং অরগানিক। 

অগ্নি ফাউন্ডেশন বাংলাদেশের সঙ্গে মেয়ে নেটওয়ার্কের কী সম্পর্ক?
OGNIE Foundation Bangladesh মেয়ে নেটওয়ার্কের প্যারেন্ট অরগানাইজেশন। অগ্নি ফাউন্ডেশন বাংলাদেশ একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত। মেয়ে নেটওয়ার্ক তার অন্যতম প্রকল্প যা বাংলাভাষী নারীদের স্বতঃস্ফূর্ত যোগাযোগ সৃষ্টি ও রক্ষা করতে কাজ করে।

সিস্টারহুড (by Meye Network) কী?
সিস্টারহুড মেয়ে নেটওয়ার্কের একটি সাপোর্ট গ্রুপ যেখানে মেয়েরা আড্ডা দেয়নিজেদের ভাবনাগুলো প্রকাশ করেপ্রয়োজনে পরস্পরের পাশে এসে দাঁড়ায়। সিস্টারহুড (by Meye Network) এই সাপোর্ট গ্রুপের ফেসবুক শাখা যেটি অনলাইন নেটওয়ার্কিং এবং আইডিয়াবাজির জন্য ব্যবহৃত হয়।

মেয়ে নেটওয়ার্ক/মেয়ে পেইজ কী?
মেয়ে পেইজ মেয়ে নেটওয়ার্কের ফেসবুক মুখপাত্র। আমাদের কাজ ও চিন্তা নেটওয়ার্কের বাইরে ছড়িয়ে দেওয়ারনারীপুরুষ নির্বিশেষে সকল জেন্ডারের মানুষের সাথে ভাবনার মিথস্ক্রিয়ার কাজ করে মেয়ে পেইজ। এছাড়া মেয়ে পেইজ সিস্টারহুড ও তার শাখা গ্রুপগুলোর কেন্দ্রীয় যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে।
পেইজের লিংক - https://www.facebook.com/meyenetwork/

মেয়ে নেটওয়ার্কের শুরুটা কীভাবে হলোসিস্টারহুডের শুরুটা হলো কীভাবে?
২০১১'র ২৫ জুন তারিখে চেনাজানা মেয়েদের নিয়ে আলাপ আলোচনার জন্য খুবই আটপৌরেভাবে "মেয়ে" নামে দলটির পত্তন করেন তৃষিয়া নাশতারান। আস্তে আস্তে সেটি সমমনা নারীদের একটি সংরক্ষিত আড্ডার রূপ নেয়। সেখান থেকে বিভিন্ন সময়ে বেশ কিছু সামাজিকসাংস্কৃতিকউন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয় যেগুলো অভাবনীয় সাফল্য অর্জন করে। সংরক্ষিত দলটির এই গঠনমূলক অগ্রগতি থেকে উৎসাহিত হয়ে আরো বড় পরিসরে মেয়েদের নিয়ে আলাপ আলোচনার জন্য পরবর্তীতে ২০১৪ সালের ৫ জুন তারিখে সিস্টারহুড (by Meye Network)-এর যাত্রা শুরু হয়। মেয়ে নেটওয়ার্কের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের সম্পর্কে জানতে পারবেন এখানে। (গ্রুপে যোগ দেওয়ার পরে দেখতে পাবেন)।

মেয়ে নেটওয়ার্কের অনলাইন অংশের মৌলিক কাঠামো এটা। এখানে যেই গ্রুপগুলো দেওয়া আছে সেগুলোতে আপনারা নিয়ম অনুযায়ী জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে যোগ দিতে পারবেন। প্রতিটি গ্রুপের ABOUT/DESCRIPTION অংশে নিয়মের লিংক দেওয়া আছে। নিয়ম পড়ে সংশ্লিষ্ট পেইজে মেসেজ দিয়ে আলাপ করবেন।





কাদেরকে সিস্টারহুডে যোগ করা যাবে? সদস্য যোগ করার পদ্ধতি কী?
  • শুধুমাত্র আপনার পরিচিত নারীদেরকে সিস্টারহুডে যোগ করতে পারবেন। কোনো পুরুষকে এখানে যোগ করবেন না।
  • যাকে যোগ করবেন তাকে নিয়ম পড়তে দেবেন এবং তার সম্মতি নেবেন।
  • তাকে গ্রুপে যোগ করার পরে তিনি চারটি প্রশ্ন পাবেন। তাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলবেন। 
  • এই পুরো প্রক্রিয়ায় গ্রুপের প্রতিনিধি হিসেবে তাকে সহযোগিতা করবেন।


সিস্টারহুডের প্রাইভেসি কেমনগ্রুপের পোস্ট কি গ্রুপের বাইরে কেউ দেখতে পায়?
  • এটি একটি ক্লোজড গ্রুপ। গ্রুপের সদস্য নয় এমন কেউ গ্রুপের পোস্ট দেখতে পারার কথা না।
  • মনে রাখবেনঅনলাইনে প্রাইভেসি বলতে আসলে কিছু নেই। হাজার যাচাইবাছাই করেও শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় যদি সদস্যরা সচেতন না হন। হাজার হাজার সদস্যের একটি গ্রুপে সবার সচেতনতার নিশ্চয়তা দেওয়া অসম্ভব। প্রাইভেসি নিশ্চিত করার প্রথম ধাপ হলো নিজের প্রোফাইলের প্রাইভেসি ঠিক রাখা। ব্যক্তিগত ছবিতথ্য পাবলিক রেখে কিংবা বন্ধু/বয়ফ্রেন্ড/হাজবেন্ডের সাথে পাসওয়ার্ড শেয়ার করে আপনি নিজের সাথে সাথে অন্যের প্রাইভেসিও হুমকির মুখে ফেলছেন। তাই সচেতন থাকুন। নিজের এবং অন্যের প্রাইভেসিকে সম্মান করুন।
  • তথ্য একটি শক্তিশালী হাতিয়ার। এমন কোনো তথ্য শেয়ার করবেন না যার অপপ্রয়োগ সহ্য করতে আপনি সক্ষম নন। খুব ব্যক্তিগত বা সংবেদনশীল আলাপের জন্য গ্রুপের নির্ধারিত বেনামি অ্যাকাউন্ট ব্যবহার করুন।
  • গ্রুপের আলাপ যেন গ্রুপের বাইরে না যায় এ ব্যাপারে সচেষ্ট থাকুন।
  • মেয়ে নেটওয়ার্কের শাখা ছাড়া অন্য গ্রুপের আলাপ এই গ্রুপে আনবেন না।
  • গ্রুপের সদস্য নয় এমন কারো ছবি বা গল্প গ্রুপের মধ্যে শেয়ার করার আগে ওই ব্যক্তির অনুমতি নিয়ে নিন। অনুমতি নেওয়ার সুযোগ না থাকলে ছদ্মনাম ব্যবহার করুন। স্ক্রিনশটে নাম,      চেহারা ঘোলা করে দিন।
  • গ্রুপের বাইরে গ্রুপ বা সংশ্লিষ্ট কিছু নিয়ে কটূক্তি করাকে গ্রুপের সদস্যদের প্রতি অসম্মানজনক আচরণ গণ্য করা হবে।
  • সদস্যদের প্রাইভেসি বিষয়ক সমস্যা তাদের ব্যক্তিগত ব্যাপার বলে গণ্য হবে এবং তা ব্যক্তিগত পর্যায়েই মীমাংসা করতে হবে। এর সাথে গ্রুপকে জড়ানো যাবে না। (প্রাইভেসির বিধিনিষেধ শিশু এবং সেলিব্রেটিদের ক্ষেত্রেও প্রযোজ্য)

প্রকাশ্যে মনের কথা বলতে সংকোচ বোধ করলে কী করবেন?
নিজের পরিচয় আড়াল করে মনের ভাব প্রকাশ করার জন্য নির্ধারিত বেনামি অ্যাকাউন্ট আছে আমাদের। বেনামি আইডি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংক অনুসরণ করুন (গ্রুপে যোগ দেওয়ার পরে দেখতে পাবেন)।

গ্রুপে যা যা বারণ
  • ব্যক্তিআক্রমণ: ব্যক্তিগত রেষারেষি গ্রুপে টেনে আনবেন না। পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন। ঝগড়া নয়যুক্তি দিয়ে তর্ক করুন।
  • জাজমেন্টাল মতপ্রকাশ: ধর্মবর্ণশারীরিক বৈশিষ্ট্যসেক্সুয়ালিটি ইত্যাদি যেসব বিষয় ব্যক্তির নিয়ন্ত্রণাধীন নয় সেগুলোর ভিত্তিতে কাউকে বিচার করবেন না। এই বিধিনিষেধ পাবলিক ফিগারদের ব্যাপারেও প্রযোজ্য। আমাদের বেনামি পোস্টে জাজমেন্টাল ভাবনাঅসংবেদনশীল মতামতমোরাল পুলিসিং সম্পূর্ণ নিষিদ্ধ।
  • প্রাইভেসি লঙ্ঘন: গ্রুপ থেকে পাওয়া কোনো তথ্য বিনা অনুমতিতে গ্রুপের বাইরে প্রকাশ করবেন না কিংবা গ্রুপের সদস্য নয় এমন কারো ব্যক্তিগত তথ্য বা ছবি গ্রুপে প্রকাশ করবেন না।
  • ধর্মপ্রচারধর্মীয় কলহ: ধর্ম একান্ত ব্যক্তিগত ও সংবেদনশীল একটি ব্যাপার। পরস্পরের বিশ্বাসকে সম্মান করুন। গ্রুপকে ধর্মপ্রচারের কাজে ব্যবহার করবেন না। ধর্মীয় বিশ্বাসকে ভিত্তি করে কলহে জড়াবেন না। [ধর্মীয় আলাপের জন্য আমাদের ধর্মমত নামের গ্রুপে যোগ দিতে পারেন]
  • ফ্লাডিং: ফ্লাডিং মানে মুহুর্মুহু পোস্টের বন্যা বইয়ে দেওয়া। নিজের পোস্ট দিয়ে গ্রুপের ওয়াল ভরিয়ে ফেলবেন না। সবাইকে কথা বলার সুযোগ দিন। একজন সদস্য দিনে সর্বোচ্চ দুইটা পোস্ট দিতে পারবেন।
  • হোক্স ছড়ানো: হোক্স মানে মিথ্যে তথ্য। ইন্টারনেটে এমন অনেক হোক্স ঘুরেফিরে বেড়ায়। গ্রুপে কোনো তথ্য শেয়ার করার আগে যাচাইবাছাই করে সত্যতা নিশ্চিত করে নিন।
  • অর্থহীন কমেন্ট করা: নোটিফিকেশন পেতে কেউ কেউ কেউ F, . ইত্যাদি অর্থহীন কমেন্ট করেন। এ ধরনের কমেন্ট দেখামাত্র মুছে দেওয়া হবে। পুনরাবৃত্তি ঘটলে সদস্যকে রিমুভ করা হবে। নোটিফিকেশন পেতে হলে পোস্টের উপরে ডান কোনায় Turn on notification for this post-এ ক্লিক করুন।
  • কেনাবেচাবিজ্ঞাপন: কেনাবেচাবিজ্ঞাপনের জন্য "হুটহাটগ্রুপটি খোলা হয়েছে। সেখানে নির্দ্বিধায় কেনাবেচা/লেনদেন/আত্মপ্রচার করুন। কোনো পণ্যের খোঁজখবর, রিভিউ বিষয়ক পোস্টও এই আওতায় পড়বে। পাকিস্তানিরেপ্লিকা পণ্যের ব্যবসা সম্পূর্ণভাবে পরিহার্য। ভারতীয় পণ্যের ব্যবসাও উৎসাহিত করা হবে না।
  • অস্বস্তিকর ছবি/ভিডিও পোস্ট করা: অন্যের মনে চাপ সৃষ্টি করতে পারেঅস্বস্তি জাগাতে পারে এমন ছবি বা ভিডিও পোস্ট করবেন না। নিতান্তই পোস্ট করতে হলে পোস্টের শুরুতে সতর্ক করে দেবেন। মূল পোস্টে ছবি/ভিডিও না দিয়ে পোস্টের কমেন্টে দেবেন।
  • অপ্রাসঙ্গিক ছবি পোস্ট করা: আপনার যদি মনে হয় কোনো পোস্টে দৃষ্টি আকর্ষণ করতে ছবি যোগ করা প্রয়োজনসেক্ষেত্রে প্রাসঙ্গিক ছবি দিন।
  • গ্রুপে চিকিৎসা চাওয়া/দেওয়া: গ্রুপে চিকিৎসকের খোঁজ করতে পারেন। চিকিৎসার নয়। কোনো ডাক্তার চিকিৎসাবিষয়ক সহযোগিতায় আগ্রহী হলে নিজ দায়িত্বে ইনবক্সে আলাপ করুন। ডাক্তার নন এমন কেউ কখনোই চিকিৎসাবিষয়ক পরামর্শ দেবেন না।
  • অন্যের ব্যক্তিগত ছবি শেয়ার করা: অন্যের ব্যক্তিগত ছবি শেয়ার করা থেকে বিরত থাকুন। কোনো আলোচনা বা গল্পের সাথে নিজের একাধিক ছবি শেয়ার করার প্রয়োজন বোধ করলে কোলাজ আকারে দিনযাতে আপনার ছবিতে গ্রুপের ওয়াল ভরে না যায়। শিশুদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।
  • ব্যক্তিগত তথ্য শেয়ার করা: ঠিকানাফোন নাম্বার ইত্যাদি ব্যক্তিগত তথ্য গ্রুপে প্রকাশ্য রাখবেন না। চেক-ইন করে নিজের অবস্থান জানাবেন না।
  • দাম্পত্য তথ্য শেয়ার করা: দাম্পত্য সমস্যাযৌনতা নিয়ে গঠনমূলক আলোচনাকে আমরা স্বাগত জানাই। দাম্পত্য আলাপের সূত্রে এমন কোনো তথ্য শেয়ার করবেন না যাতে আপনার সঙ্গীর প্রাইভেসি লঙ্ঘিত হয়।
  • আপত্তিকর ব্যক্তি বা পেইজের পোস্ট লাইক/শেয়ার করা: আপনি কী লাইক করেনকী শেয়ার করেন তা আপনার চিন্তাভাবনাদৃষ্টিভঙ্গি প্রকাশ করে। আপত্তিকর ব্যক্তি ও পেইজের তালিকা পাবেন গ্রুপে। এসব ব্যক্তি বা পেইজের পোস্ট গ্রুপে শেয়ার করবেন না। নিজের টাইমলাইনে শেয়ার করলেও আপনাকে গ্রুপ থেকে রিমুভ/ব্যান করা হতে পারে। আপত্তিকর ব্যক্তি বা পেইজের ব্যাপারে সচেতন করতে চাইলে পাবলিক পোস্টের স্ক্রিনশট শেয়ার করবেন। লিংক শেয়ার করবেন না।
  • দ্বিমুখী আচরণ: গ্রুপের বাইরে যদি আপনার এমন কোনো আচরণের প্রমাণ পাওয়া যায় যা আমাদের আদর্শের পরিপন্থী, সেক্ষেত্রে আপনাকে মেয়ে নেটওয়ার্ক থেকে অব্যাহতি দেওয়া হবে।
  • টাইমলাইনের পোস্ট গ্রুপে কপিপেস্ট করা: নিজের বা অন্যের টাইমলাইনের পোস্ট শেয়ার করতে চাইলে মূল পোস্ট শেয়ার করবেন। কপিপেস্ট করবেন না।
  • মেটা-পোস্টিং: কোনো পোস্টের প্রতিক্রিয়ার নতুন পোস্টের অবতারণা করবেন না। কমেন্টের শব্দসীমা অতিক্রম না করলে সংশ্লিষ্ট পোস্টেই আলাপ করুন।
  • পোস্ট মুছে দেওয়া, কমেন্ট বন্ধ করা: নিজের কোনো পোস্ট মুছে দিতে চাইলে বা কমেন্ট বন্ধ করতে চাইলে মেয়ে পেইজে মেসেজ দিয়ে আলাপ করুন।
  • পাত্র/পাত্রীর সন্ধান: পাত্র/পাত্রীর খোঁজ করার জন্য মেয়ে নেটওয়ার্কের কোনো গ্রুপ বা প্রকল্পই সঠিক জায়গা নয়।


যেসব ক্ষেত্রে কিছুটা খেয়াল রাখতে অনুরোধ করা হয়
  • বাংলিশে লেখালেখি: বাংলায় লিখলে সবথেকে ভালো হয়। ইংরেজিও চলবে। বাংলিশ পোস্ট গ্রহণযোগ্য নয়। বাংলিশে কমেন্ট লিখলে চেষ্টা করুন সেটা সংক্ষিপ্ত এবং পাঠযোগ্য রাখতে।
  • নিজের ছবি শেয়ার করা: প্রাসঙ্গিক না হলে নিজের ছবি শেয়ার করবেন না। ছবির সাথে ছবির পেছনের গল্প যেন লেখা থাকে। একাধিক ছবি শেয়ার করতে হলে কোলাজ করে দেবেন। একই ধরনের একাধিক ছবি দেবেন না।
  • সাজগোজরান্নাবান্না, কেনাকাটা, অনুসন্ধান ইত্যাদি: এসব নিত্যনৈমত্তিক, বৈষয়িক আলাপের জন্য আমাদের একটি গ্রুপ আছে হুটহাট নামে। সেখানে যোগ দিতে রাঙতা পেইজে মেসেজ করুন।
  • অ্যাডমিন/মডারেটরদের ইনবক্স করা: গ্রুপ এবং নেটওয়ার্ক সংক্রান্ত কোনো ব্যাপারে অ্যাডমিন/মডারেটরদের ইনবক্সে মেসেজ পাঠাবেন না। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট পেইজে মেসেজ পাঠাবেন।
  • পোস্টে ক্যাপশন যুক্ত করা: গ্রুপে কোনো লিংক বা ছবি শেয়ার করতে হলে তার সাথে কিছু বর্ণনা লিখে দেবেন যা পড়ে ওই লিংক/ছবি সম্পর্কে আপনার মনোভাব বোঝা যায়। ক্যাপশনবিহীন পোস্ট মুছে দেওয়া হতে পারে।

যেসব ক্ষেত্রে অ্যাডমিনের অনুমোদন লাগবে (অনুমোদনের জন্য মেয়ে পেইজে মেসেজ পাঠাবেন)
  • লাইক/ভোট চাওয়া, জরিপ করা: কোনো কারণে লাইক বা ভোট চাইতে হলে, কিংবা জরিপ চালাতে হলে অনুমতি নিন। লাইক বা ভোটের জন্য সদস্যদেরকে ইনবক্সে বিরক্ত করবেন না।
  • তথ্য সংগ্রহ করা: ব্যক্তিগত প্রয়োজনে গ্রুপ থেকে তথ্য সংগ্রহ করতে হলে পেইজে মেসেজ দিয়ে অনুমতি নিন। আপনার প্রয়োজন 'মেয়ে'র সাথে সাংঘর্ষিক কি না তা বিবেচনা করে প্রয়োজনীয় শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হবে।
  • সদস্য সংগ্রহ করা: 'মেয়ে'র নিজস্ব উদ্যোগ নয় এমন যেকোনো উদ্যোগের জন্য গ্রুপ থেকে সদস্য/স্বেচ্ছাসেবী খুঁজতে হলেকিংবা নতুন গ্রুপ বানাতে চাইলে পেইজে মেসেজ দিয়ে জানান। আপনার উদ্যোগ 'মেয়ে'র সাথে সামঞ্জস্যপূর্ণ কি না তা বিবেচনা করে প্রয়োজনীয় শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হবে।
  • ডক/অ্যালবাম/ইভেন্ট খোলা: কোনো প্রয়োজনে ডক/অ্যালবাম/ইভেন্ট খুলতে হলে জিজ্ঞেস করে নিন।
  • প্রচারণা: আপনার কোনো কাজ সম্পর্কে প্রচারণার প্রয়োজন হলে পেইজে মেসেজ দিয়ে জানান। প্রয়োজনে অ্যাডমিন আপনার হয়ে পোস্ট দেবেন।
  • ব্যবসায়িক আলোচনা: নিজের কাজ শেয়ার করা বা অন্যদের সাথে আলোচনা করার আগে পেইজে মেসেজ দিয়ে আলাপ করে নিন।
  • অর্থনৈতিক লেনদেন: কোনো কাজে গ্রুপে অর্থ সংগ্রহ করতে হলেযেকোনো আর্থিক যোগাযোগে গ্রুপের কোনোরকম সহযোগিত নিতে উপযুক্ত তথ্যপ্রমাণসহ পেইজে মেসেজ দিয়ে অনুমতি নিন। এসব ক্ষেত্রে কীভাবে পোস্ট দেবেন সেটা জানিয়ে দেওয়া হবে। প্রয়োজনে অ্যাডমিন নিজে আপনার হয়ে পোস্ট দেবেন। বিনা অনুমতিতে পোস্ট দিলে সেটা মুছে দেওয়া হতে পারে।

গ্রুপের মেয়েদের অনেকের অনেক গল্প আছে। এগুলো গ্রুপের বাইরে শেয়ার করা যাবে?
বিনা অনুমতিতে গ্রুপের আলাপ গ্রুপের বাইরে শেয়ার করা সম্পূর্ণ নিষেধ। কেউ তার গল্প স্বনামে বা বেনামে পোস্ট করলে সেটা তার অনুমতিক্রমে আমাদের মেয়ে পেইজে বা ব্লগে দেওয়া হয়। সেখান থেকে গল্প শেয়ার করা যাবে। কেউ নিজের গল্প আমাদের পেইজে বা ব্লগে দিতে চাইলে স্মিতা দাস কিংবা নাফিসা তানজীম নিপুণকে ট্যাগ করে জানাবেন। আমাদের পেইজ বা ব্লগে প্রকাশিত লেখা ১৬৮ ঘণ্টা (৭ দিন) পর্যন্ত অনন্য থাকতে হবে। মানে তার আগে অন্য কোনো পেইজপত্রিকা বা ব্লগে প্রকাশ করা যাবে না।

এই গ্রুপের কথা বাইরে প্রচার করা যাবে?
অবশ্যই যাবে। তবে অনুমতিসাপেক্ষে। এই গ্রুপ থেকে কোনো তথ্য গ্রুপের বাইরে ব্যবহার করতে চাইলে অবশ্যই তথ্যদাতা ও অ্যাডমিনদের অনুমতি নেবেন (পেইজে মেসেজ দিয়ে)। গ্রুপ থেকে উপকৃত হলে কৃতজ্ঞতা স্বীকার করবেন।

কীসের ভিত্তিতে মেম্বার রিমুভ/ব্যান করা হবে?
কোনো প্রোফাইল ফেইক কিংবা ব্যবসায়িক বোঝামাত্র রিমুভ করা হবে। এছাড়া দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার কারণেগ্রুপের নিয়মভঙ্গের কারণেগ্রুপের ভেতরে বা বাইরে আপত্তিকর আচরণের কারণে কিংবা সদস্যদের অভিযোগের ভিত্তিতে সদস্যদের রিমুভ/ব্যান করা হয়। তবে অভিযোগ করলেই যে মেম্বার রিমুভ/ব্যান করা হবে তা নয়। গ্রুপের আবহ বজায় রাখতে এ ধরনের হাউজকিপিং আলাপ গ্রুপে প্রকাশ্যে করাকে নিরুৎসাহিত করা হয়।

কোনো পোস্ট বা কমেন্টের ব্যাপারে আপত্তি থাকলে কী করবেন?
কোনো পোস্ট বা কমেন্টের ব্যাপারে ভিন্নমত পোষণ করলে আপনার সুগঠিত মতামত জানান। যুক্তিতর্কে জড়াতে না চাইলে পোস্ট হাইড করুনএড়িয়ে যান। কোনো পোস্ট আপত্তিকর মনে করলে পোস্টের উপরে ডান কোনায় Report to Admin অপশনে ক্লিক করে রিপোর্ট করুন। কোনো কমেন্ট আপত্তিকর মনে হলে অ্যাডমিন ও মডারেটরদের ট্যাগ করে দিন। কোনো অবস্থাতেই কাউকে আঘাত করে কিছু বলবেন না। কারা অ্যাডমিন/মডারেটর সেটা জানতে এই লিংকে যান। গ্রুপ বিষয়ক আলাপে অ্যাডমিন বা মডারেটরদের ব্যক্তিগত ইনবক্সে মেসেজ পাঠাবেন না।

কোনো সদস্যের ব্যাপারে আপত্তি/অভিযোগ থাকলে কী করবেন?
কোনো সদস্যের আচরণে বা কাজে অসন্তোষ থাকলে প্রথমে ব্যক্তিগত পর্যায়ে আলাপ করে সুরাহা করার চেষ্টা করবেন। তাতে কাজ না হলে প্রমাণসহ মেয়ে পেইজে লিখিত অভিযোগ জানাবেন। কোনোভাবেই কাউকে যেন আক্রমণ করা নাহয়হেয় প্রতিপন্ন করা নাহয় সে ব্যাপারে সবসময় সচেষ্ট থাকতে হবে।

আপনার পোস্ট অ্যাপ্রুভ না করা হলে কী করবেন?
সাধারণত উল্লিখিত বিধিনিষেধ ভঙ্গ করার কারণে পোস্ট অ্যাপ্রুভ করা হয় না। আপনার পোস্ট অ্যাপ্রুভ না করা হলে মেয়ে পেইজে মেসেজ দিয়ে কারণ জানতে চাইতে পারেন। সেক্ষেত্রে পোস্টের স্ক্রিনশট জুড়ে দেবেন মেসেজের সঙ্গে।

মেয়ের স্বেচ্ছাসেবী হতে চাইলে কী করতে হবে?
আমাদের ইভেন্টক্যাম্পেইনগুলোতে অংশগ্রহণ করতে হবে। আপনার নিজস্ব কোনো আইডিয়া থাকলে সেটা গ্রুপে পোস্ট দিয়ে কিংবা পেইজে মেসেজ দিয়ে জানাবেন। আমরা সবাই মিলে সেটা নিয়ে একসাথে কাজ করতে পারি।

মেয়ের বন্ধু সংগঠন হওয়ার উপায় কী?
নিজস্ব উদ্যোগের বাইরে যেসব উদ্যোগ বা সংগঠনের সাথে মেয়ে নেটওয়ার্ক কাজ করে তাদেরকে আমরা বন্ধু সংগঠন বলি। 'মেয়ে'র বন্ধু হতে চাইলে 'মেয়েপেইজে মেসেজ দিয়ে আলাপ করতে হবে। আপনার উদ্যোগ/সংগঠন 'মেয়ে'র সাথে সামঞ্জস্যপূর্ণ কি না তা বিবেচনা করে বন্ধুত্ব স্থাপন করা হবে। বন্ধুত্বের পরিধি আলোচনাসাপেক্ষ। এনজিও কিংবা দাতাসংস্থানির্ভর কোনো সংগঠনের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করি না।

সবশেষ কথা
মেয়েকে নিজের মনে করুন। নিজের কাণ্ডজ্ঞান ব্যবহার করুন। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল থাকুন। দায়িত্ব নিন। নিজেকে মেয়ের অংশ করে তুলুন।