Monday, February 26, 2018

হাওয়াইমিঠাই (HawaiMithai)-এর আচরণবিধি



হাওয়াইমিঠাই 'মেয়ে' নেটওয়ার্ক'-এর আওতায় বাংলাভাষী নারীদের লাইফস্টাইল গ্রুপ। দৈনন্দিন জীবনযাত্রার প্রাত্যহিক অনুষঙ্গ নিয়ে হাওয়াইমিঠাইয়ের মতো ফুরফুরে মজাদার হালকা আলোচনা হবে এখানে। এসব আলোচনা করতে কিংবা দেখতে আগ্রহী মেয়েরা এখানে যোগ দেবেন। গ্রুপের সকল সদস্যকে মেয়ে নেটওয়ার্ক সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে এবং আচরণবিধি মানতে হবে। আচরণবিধি পড়েবুঝেমেনে নিয়ে আপনি গ্রুপে আছেন বলে ধরে নেওয়া হবে। আচরণবিধি না পড়ার কারণে যদি নিয়ম না জেনে থাকেনএবং নিয়ম ভাঙেনসেক্ষেত্রে আপনার পোস্ট বা কমেন্ট মুছে দেওয়ারপ্রয়োজনে আপনাকে গ্রুপ থেকে রিমুভ বা ব্যান করার অধিকার অ্যাডমিনরা সংরক্ষণ করেন। নিয়ম মানতে না পারলে নির্বিবাদে গ্রুপ ত্যাগ করবেন। এই আচরণবিধি অ্যাডমিনমডারেটরস্বেচ্ছাসেবী সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য।

কোনো প্রশ্ন বা অভিযোগ থাকলে হাওয়াইমিঠাই পেইজে মেসেজ দেবেন। অ্যাডমিন বা মডারেটরদেরকে ব্যক্তিগতভাবে মেসেজ দেবেন না। মেয়ে পেইজের লিংক- https://www.facebook.com/hawaimithai21116/


পরিস্থিতির প্রয়োজনে গ্রুপের আচরণবিধি নিয়মিত পরিমার্জন করা হবে। হাওয়াইমিঠাইয়ের কিছু মৌলিক বিধিনিষেধ রইলো এখানে:


তথ্য

  • এই গ্রুপের তথ্য গ্রুপের বাইরে প্রকাশ করতে চাইলে অবশ্যই তথ্যদাতা এবং অ্যাডমিনদের অনুমতি নেবেন।
আলাপ 
  • খোলামনে আলাপ করার, পরস্পরকে সাহায্য করার মানসিকতা রাখতে হবে। কাউকে আঘাত করে (প্রত্যক্ষ বা পরোক্ষভাবে) কিছু বলা যাবে না।
  • রেসিজম, সেক্সিজম, হোমোফোবিয়া, ছাগুত্ব, পাকিপ্রেম ইত্যাদির বিপক্ষে কঠোর অবস্থান থাকবে আমাদের। এই শব্দগুলোর অর্থ ও তাৎপর্য নিজ দায়িত্বে জেনে নেবেন।
  • গায়ের রঙ, বয়স, চেহারা, উচ্চতা, অসুস্থতা ইত্যাদি যেসব বিষয় প্রকৃতিপ্রদত্ত এবং অপরিবর্তনীয় সেগুলো নিয়ে নেতিবাচক কথা বলবেন না।
  • ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি গুরুতর আলাপ এখানে করবেন না। তার জন্য 'মেয়ে: a sisterhood' আছে।
  • ধর্মীয় আলাপ বা ধর্মপ্রচার থেকে বিরত থাকুন। ধর্মীয় আলাপের জন্য আলাদা গ্রুপ আছে আমাদের।
  • হোক্স (মিথ্যা খবর) শেয়ার করবেন না। কোনো তথ্য শেয়ার করার আগে নিশ্চিত হয়ে নিন। সেলিব্রেটিদের নিয়ে ব্যক্তিগত আলোচনা থেকে বিরত থাকুন।
  • কোনো পোস্ট ফলো করতে পোস্টের ডানে উপরের কোনায় ক্লিক করে Turn on notification চাপুন, কিংবা প্রাসঙ্গিক কমেন্ট করুন। F লিখবেন না।
  • কোন সদস্যকে তাঁর পোস্টের বা মন্তব্যের প্রেক্ষিতে ফেসবুক পেইজের লিঙ্ক দিয়ে সাহায্য করতে চাইলে সেই লিঙ্ক পোস্টে না দিয়ে তাঁর ইনবক্সে প্রদান করুন।
  • চেষ্টা করুন বাংলায় আলাপ করতে (বাংলিশে না)। ইংলিশও চলবে।


ছবি
  • ছবি শেয়ার করতে সংযত থাকুন। একাধিক ছবি দিতে হলে কোলাজ কিংবা স্লাইডশো করে দিন।  (কীভাবে কোলাজ করবেন: যারা মোবাইল/ট্যাবলেট ব্যবহার করেন, তাঁরা অ্যাপ সেন্টারে গিয়ে 'Collage maker app' লিখে অনুসন্ধানে দিন, তারপর পছন্দসই অ্যাপ নামিয়ে ছবি কোলাজ করুন। আর যারা ডেস্কটপ ব্যবহার করেন, তাঁরা গুগল করুন 'Collage maker' লিখে এবং অনুসন্ধানের ফলাফল অনুসরণ করুন।)
  • নিতান্ত প্রয়োজন ছাড়া সেলফি শেয়ার করা থেকে বিরত থাকুন। 
  • অপ্রাসঙ্গিক কিংবা অহেতুক ছবি পোস্ট করবেন না। ছবির সাথে অন্তত দু লাইনের বর্ণনা কিংবা প্রাসঙ্গিক গল্পটা জুড়ে দিন। সাজের ছবির সাথে সাজের পদ্ধতি লিখে দিন। রান্নার ছবির সাথে রেসিপি লিখে দিন। সবার কাজে আসে এমন ক্যাপশন বা রেসিপি ছাড়া ছবি দেবেন না।
  • বিনা অনুমতিতে অন্যের ছবি শেয়ার করবেন না। সাজপোশাকের রেফারেন্স হিসেবে অন্যের public ছবি শেয়ার করা যাবে। সেক্ষেত্রে পাবলিক লিংক শেয়ার করতে হবে, কিংবা এমনভাবে স্ক্রিনশট নিতে হবে যাতে ছবিটি যে public তা বোঝা যায়।
  • এমন কোনো ছবি বা ভিডিও শেয়ার করবেন না যা অন্যদের অস্বস্তির কারণ হতে পারে।
  • এমন কোনো তথ্য বা ছবি শেয়ার করবেন না যার অপপ্রয়োগ সহ্য করতে আপনি অক্ষম।


পণ্য

  • নিজে ব্যবহার না করে কোনো পণ্য ব্যবহারের পরামর্শ দেবেন না। আপনার বেলায় যা কাজে দিয়েছে অন্যের বেলায় তা নাও দিতে পারে, এটাও বলে দেবেন।

  • বিলাসদ্রব্যের প্রদর্শন থেকে বিরত থাকুন। আপনার ব্যবহৃত পণ্যের সোয়াচ পোস্ট করতে পারেন- যেটাতে গ্রুপের সদস্যদের উপকার হয়।

  • কোনো প্রসাধনী কিংবা ডায়েটের পরামর্শ দেওয়ার সময় পরামর্শদাতা তার বর্তমান দেশের নাম উল্লেখ করে দিবেন। সব দেশের আবহাওয়া এক নয়, তাই সব উপকরণ বা খাবার যেমন পাওয়া সম্ভব নয়, তেমনি এক দেশের আবহাওয়ায় যা সহ্য হয় , অন্য দেশের আবহাওয়ায় তাই বিপরীত ফলাফল দিতে পারে|

  • রঙ ফর্সাকারী পণ্য খুঁজবেন না, খুঁজে দেবেন না। বর্ণবৈষম্যকারী সব মতামত, পণ্য, প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে আমাদের।

  • এই গ্রুপে কেনাবেচা, বিজ্ঞাপন, রিভিউ, জরিপ, ভোট চাওয়া একদম নিষেধ। তার জন্য হুটহাট নামে আলাদা গ্রুপ আছে আমাদের। সেখানে যোগ দিতে পারেন। লিংক- https://www.facebook.com/groups/hoot.haat/

  • 'এই জিনিস কোথায় পাবো' বা 'এই জিনিসটা কেউ দিতে পারবেন' জাতীয় পোস্টগুলো হুটহাটে দিন।

যোগাযোগ:
  • আপনার পোস্ট অ্যাপ্রুভ না করা হলে হাওয়াইমিঠাই পেইজে মেসেজ দিয়ে কারণ জানতে চাইতে পারেন। সেক্ষেত্রে পোস্টের স্ক্রিনশট জুড়ে দেবেন মেসেজের সঙ্গে।
  • আপনার পরিচিত কেউ গ্রুপে যোগদান করতে ইচ্ছুক হলে তাকে বলুন হাওয়াইমিঠাই পেইজে মেসেজ দিয়ে আপনার রেফারেন্স দিয়ে কোড সংগ্রহ করতে, তারপর এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাতে।


'মেয়ে' একটি কমিউনিটি। 'মেয়ে'র সব উদ্যোগের পেছনে অবশ্যই কোনো গঠনমূলক সামগ্রিক অর্জন থাকতে হবে। একজনের আলোচনায় যেন অন্যরা উপকৃত হই, তথ্য বিনিময়ের মাধ্যমে যেন আমরা সমৃদ্ধ হই এ ব্যাপারটা নিশ্চিত করতে হবে। গ্রুপের আবহ রক্ষা করতে যেকোনো সময় নিয়ম পরিবর্তন হতে পারে, পোস্ট ও কমেন্ট মুছে দেওয়া হতে পারে এবং মেম্বার রিমুভ করা হতে পারে। গ্রুপের আবহ বজায় রাখতে সবাই সহযোগিতা করুন। :)