Friday, May 24, 2013

মেয়েমানুষি


আমাদের সমাজে অহরহ এমন অনেক কথা স্বাভাবিকভাবে বলা হয়ে থাকে যেগুলো নারীর জন্য অপমানজনক অথবা বিরক্তিকর। এর পেছনের কারণ পুরুষতান্ত্রিক উন্নাসিকতা/উদাসীনতা/অজ্ঞতা/ন্যাকামো। অনেক পুরুষের মতো অনেক নারীও এ ধরনের কথা বলেন, মানেন। দীর্ঘদিনের অভ্যাসের কারণে অনেকেরই গায়ে লাগে না কথাগুলো। কাউকে হেয় করা বা নারীবাদের ঝান্ডা ওড়ানোর লক্ষ্যে না, বরং ব্যাপারটা যে বিরক্তিকর সেদিকে দৃষ্টিপাতের জন্যই তালিকা। উল্লেখযোগ্য সংখ্যক নারীর বক্তব্যের আলোকে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। চাইলে আপনারাও যোগ করতে পারেন।

- মেয়েছেলে/স্ত্রীলোক/মেয়েমানুষ তো!

- লজ্জা নারীর ভূষণ। (পুরুষের নয়)

- নারী হচ্ছে মায়ের জাতি। (মা হওয়াই নারীর প্রধান কাজ)

- নারীর জীবনের সার্থকতা মাতৃত্বে। (মা হতে না পারলে তার জীবন বৃথা)

- মেয়েদের অবশ্যই রান্নাবান্না জানা উচিত। (ছেলেদের জানার দরকার নাই)

- প্রতিটা মেয়ের সবচেয়ে বড় স্বপ্ন হলো বিয়ে। (Are you serious?)

- আপু, আপনি মেয়েমানুষ। তাই আপনাকে সম্মান করতেসি। (What an irony!)

- আপনার একমাত্র মেয়ে? ছেলে নাই?

- নারী হলো ঘরের লক্ষ্মী।

- ঘরের মেয়ে ঘরে থাকো।

- মেয়েদের এত লেখাপড়া করে কী হবে?

- এই রুম দেখে কে বলবে এটা একটা মেয়ের রুম? (বা ছেলেদের গোছানো রুম দেখে মানুষ বলে বোঝাই যায় না, এটা কোন ছেলের রুম, মেয়েদের রুম মনে হয়।)

- কোনো ছেলে শান্তশিষ্ট, সংবেদনশীল হলে তাকে লেডিস/হাফ লেডিস বলা।

- মেয়ে ডোনার? (রক্ত দিতে গেলে)

- তুমি আমাদের গ্রুপের একমাত্র মেয়ে, তোমার তো উচিত আমাদের রেগুলার দাওয়াত করে খাওয়ানো।

- তুমি মেয়ে, তোমার তো এইসব বুঝে চলা উচিত।

- (তুমি মেয়ে হয়ে এটা করো) তোমাকে বাসা থেকে অ্যালাউ করে? (এটা= ট্যুর, রাতে বাইরে থাকা ইত্যাদি)

- তোমাদের ক্লাসে এত্ত মেয়ে?!!! (১০০ জনের মধ্যে ৫ জন মেয়ে থাকলেও তারা এই কথা বলবে)

- আর্কির ছেলেরা খুব লাকি, ওদের ক্লাসে অনেকে মেয়ে।

- দুইটা পুরুষমানুষ কথা বলতেসে। এর মধ্যে আপনি (নারী) কথা বলতেসেন কেন?

- মেয়েমানুষ হয়ে একটা পুরুষমানুষের গায়ে হাত তুললেন?

- মেয়ে হয়ে স্মোক করতেসে?!! (যেন স্মোক করলে ছেলেদের কোনো শারীরিক ক্ষতি হয় না)

- একটা পুরুষ মানুষের হাতে সিগারেট থাকতেই পারে।

- আপু, ওইপাশে ভাবীরা আছেন। ওইখানে গিয়ে বসেন। (অচেনা ভাবীদের সাথে বসার আগ্রহ আমার নাও থাকতে পারে, এটা তারা বোঝেন না।)

- মেয়েদের জন্য ভালো প্রফেশন হলো ডাক্তারি আর টিচিং। ইঞ্জিনিয়ার হয়ে কী করবা?

- আপু, আপনি মেয়েমানুষ। এই কাজটা আপনার জন্য ভালো। (আমার জন্য কোন কাজটা ভালো, কোনটা আমি পারি এটা আমার থেকে উনারা ভালো বোঝেন)

- আমার বয়ফ্রেন্ড/হাজবেন্ড আমাকে অনেক স্বাধীনতা দেয়।

- আমি আমার গার্লফ্রেন্ড/বউকে অনেক স্বাধীনতা দেই।

- আপনাকে অভিশাপ দিতেসি আপনার পরপর তিনটা মেয়ে হবে (এটা নাকি ঠাট্টা)

- মেয়েটা আমার একদম ছেলেদের মতো খেয়াল রাখে।

- পুরুষমানুষ 'ভুল' করতেই পারে। (মেয়েরা করতে পারে না)

- বাড়ির বউয়ের অনেক দায়িত্ব। (বরের দায়িত্ব হুকুম দেওয়া আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো)

- কে বলে দেশে নারী নির্যাতন হয়? আমি তো বউয়ের নির্যাতনে অতীষ্ট।

- নারী দিবস আছে, পুরুষ দিবস নাই ক্যান? ঘরে ঘরে পুরুষ নির্যাতিত হচ্ছে, কেউ দেখে না?

- এই পোস্টে তর্কে জড়িও না। দেখো না? আর কোনো মেয়ে কিছু তর্ক করছে না।

- আপনি মেয়ে??? আপনার লেখা পড়ে তো বোঝাই যায় না আপনি মেয়ে।

- আমি আমার মেয়েকে একটা ছেলের মতন মানুষ করব। (মানুষের মতন মানুষ করলে কী সমস্যা?)

- মেয়ে হয়ে জন্মেছ/জন্মেছি, বিয়ে তো একদিন করতেই হবে। (ভাবখানা এমন ছেলেদের বিয়ে না করলেও চলে।)

- মেয়েমানুষের এত তেজ ভালো না। ("মেয়েলোকের রাগ হইলে হয় বেশ্যা আর পুরুষের রাগ হইলে হয় বাদশাহ"- জনৈক
মিস্ত্রী)

- Why do you have a sports car?

- Do you know anything about cars?

- Why do you know about fire arm?

- Why do you drive like a man?

- মেয়েমানুষ হয়ে যখন জন্মাইসো তখন হাজবেন্ডের কাছে ইমোশোনাল কিছু দাবি করো কিভাবে? এসব কথা শুনলে ছেলেরা বিরক্ত হয়।

- ও একটা মেয়ে হয়ে এইটা পারল, আর তোমরা (ছেলেরা) পারলা না?

- তুমি মেয়ে হয়েও সায়েন্স ফিকশন অনুবাদ করছো?

- বিয়ের পর মেয়েদের বলা, "আমরা ছেলের মুখ দেখব কবে?"

- মেয়ে হয়ে জন্মাইসো। নিজের যত্ন নিতে শেখো।

- মেয়েরা অংক পারে নাকি? তারা তো অংক মুখস্থ করে।

- পৃথিবীর ৯৯% মেয়ে সুন্দর আর ১% বুয়েটে পড়ে।

- তোমার চাকরি করার কী দরকার? তোমার স্বামী তো কম কামায় না।

- মেয়ে হয়ে একা একা ঘোরেন?

- এতগুলো ছেলের সাথে একা মেয়ে ট্যুরে যাবেন। ভাইয়া (আপনার হাজবেন্ড) মেনে নেয়?

- মেয়ে হয়ে একা একা বিদেশে গেলা। কত ভাগ্যবতী, স্বামী কিছু বলে না।

- তোমাদের কাজ তো খালি সিরিয়াল দেখা আর রূপচর্চা করা। খেলাধুলার তোমরা কী বুঝো?

- মেয়ে হয়ে ধর্ম মানো না?

- আপা, সাইটে এত কষ্ট করে আসার কী দরকার? আপনার তো দূর(!) হয়।

- মিস্ত্রিকে ঝাড়লে আড়ালে গিয়ে শুনিয়ে বলা, "মাইয়া ইন্জ্ঞিনিয়ারের(!) তেজ বেশি"।

- স্ত্রীর মতামতের গুরুত্ব দিলে স্বামীকে বলা, "বউকে কন্ট্রোল করতে শেখো।"

- তুমি মেয়ে, আর্কিটেকচারে/ইলেকট্রিক্যালে ভর্তি হলে কেন? ক্যারিয়ার নেই তো।

- মেয়েরা বেশি পড়াশোনা শিখে গেলে তাদের আর কন্ট্রোল করা যায় না।

- মেয়েরা চাকরি করলে সংসার হয় না, উড়তে শেখে।

- মেয়েদের মুখে এইরকম অশালীন কথা মানায় না।

- মেয়েকে দিয়া কামাই করান!! এতো টাকা রাখবেন কই?

- মেয়ে হয়ে গয়না পরতে চাও না?

- মেয়ে মানুষ আবার রাজনীতি বুঝে নাকি?

- মেয়েদের এত 'অধৈর্য্য' হলে চলে না।




আর এগুলো নিয়ে আপত্তি জানালে শুনতে হবে, "ওহ! তুমি নারীবাদী?!!"