Friday, March 9, 2018

ইদ রাঙতা মেলা ২০১৮ প্রশ্নোত্তর

যেকোনো উদ্যোগের শুরুটা হয় ভালো লাগা থেকে। সেই ভালো লাগাকে পুঁজি করে পথ চলা কিছু বন্ধুর যৌথ আয়োজন 'রাঙতা'র ষষ্ঠ পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজন সম্পর্কে পাওয়া প্রশ্নগুলোর উত্তর রইলো এখানে।

রাঙতা কী? 
রাঙতা হলো মেয়ে নেটওয়ার্কের আয়োজনে বার্ষিক উদ্যোক্তা মেলা।

'মেয়ে নেটওয়ার্ক' কী?
মেয়েবাংলাভাষী নারীদের নিয়ে মিলেমিশে গড়ে ওঠা একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। মেয়েদের বন্ধুতা, ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশ মেয়ের প্রতিপাদ্য। ২০১১ সালের জুনে একটি ফেসবুক গ্রুপ থেকে যাত্রা শুরু করে অনলাইন থেকে অফলাইনে সম্মিলিত মত বিনিময়, ভাবনার বিকাশ ও উদ্যোগের প্রসারের মধ্য দিয়ে গত সাড়ে ৬ বছরে প্রায় ৬ হাজার নারীর নির্ভরতার ঠাঁই হয়ে উঠেছে মেয়েযুগ যুগ ধরে নারীকে যে নীরবতার শিক্ষা দেওয়া হয়েছে, তার দেয়ালে নিজেদের সোচ্চার কণ্ঠ দিয়ে ফাটল ধরাতে মেয়েদেরকে একত্রিত করে বিশাল এক পরিবার হয়ে উঠেছে মেয়ে নেটওয়ার্ক। মেয়ে নেটওয়ার্কের চিন্তা ও কাজের ধারা সম্পর্কে ধারণা পেতে আমাদের পেইজ ঘুরে আসতে পারেন। লিংক- https://www.facebook.com/meyenetwork/

রাঙতা নামের তাৎপর্য কী?
রাংতা হলো দস্তার পাতলা কাগজ যা মোড়ক হিসেবে, সাজানোর সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়। আমাদের মেলাটা ভীষণ ঘরোয়া পরিবেশে আটপৌরে ভঙ্গিতে শুরু হয়েছিলো, যেন একটা পারিবারিক উৎসব। মেলার জন্য নাম খোঁজার সময় শৈশবের রাংতা দিয়ে সাজানো আটপৌরে আয়োজনের স্মৃতি থেকে শব্দটা স্থান করে নিয়েছিল।

বানানটা রাঙতা কেন? রাংতা কেন নয়?
শব্দটাকে স্বাতন্ত্র্য দেওয়ার জন্য।

রাঙতার আয়োজক কে/কারা?
রাঙতার আয়োজন মেয়ে নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের ব্যবসায়িক দল "হুটহাট" থেকে রাঙতা আহ্বান করা হয়ে থাকে। একেক বছর মেয়ে নেটওয়ার্কের একেক সদস্য মেলার আয়োজন করে থাকেন।এবারের মেলার আয়োজনের কাজ করছেন স্মিতা দাস এবং সাবরিনা আমান রিভী।

হুটহাট কী?
মেয়ে নেটওয়ার্কের ব্যবসায়িক দল, যা কেনাবেচা বিনিময় বিজ্ঞাপন রিভিউ ইত্যাদি পণ্য সংক্রান্ত কাজে নিয়োজিত। ২০১৩ সালে আয়োজিত প্রথম রাঙতা মেলার অভাবনীয় সাফল্যের পর অনেক উদ্যোক্তা মেয়ে নেটওয়ার্কের সদস্য হতে আগ্রহ প্রকাশ করেন। আমাদের মূল আলোচনার দলটিকে ব্যবসামুক্ত রেখে উদ্যোক্তা তৈরির প্রক্রিয়া বজায় রাখতে হুটহাট দলটি খোলা হয়েছিল।

রাঙতা মেলা কেন করা হয়?
বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধি, ক্রেতা তৈরি এবং দেশি উদ্যোক্তাদের ব্যবসার সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে রাঙতা মেলা শুরু হয়েছিল। এছাড়া বর্তমানে এটি মেয়ে নেটওয়ার্কের ব্যয়ভার বহনের অন্যতম উৎস।

রাঙতার সূচনার পটভূমি কী?
রাঙতা যখন শুরু হয় তখন বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় যেসব মেলা হলো তা বিদেশি (মূলত পাকিস্তানি) পণ্যে সয়লাব থাকত। বাংলাদেশি পণ্য সেখানে কোণঠাসা হয়ে পড়ত। এমনকি ক্রেতারাও বাংলাদেশি পণ্য দেখে মুখ ফিরিয়ে নিতেন। উদ্যোক্তা বন্ধুদের প্রতিকূল অভিজ্ঞতা শুনে মানসম্মত বাংলাদেশি পণ্যকে উৎসাহ জোগাতে প্রথম রাঙতার আয়োজন করা হয়।

বছরে কয়বার রাঙতা মেলা হয়? কেন?
রাঙতা বছরে একবার করা হয়ে থাকে। কারণ বছর জুড়ে মেয়ে নেটওয়ার্কের বিভিন্ন শাখার আরো বিভিন্ন আয়োজন থাকে। তাছাড়া মান বজায় রেখে রাঙতা করতে প্রস্তুতির জন্য সময় নিতে হয়। এবার প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে একই বছরে দ্বিতীয়বারের মতো রাঙতার আয়োজন করা হচ্ছে। 

রাঙতা মেলা কবে শুরু হয়েছে? এর আগে কতবার রাঙতা মেলা আয়োজিত হয়েছে?
২০১৩ সালের ৪ ও ৫ অক্টোবরে প্রথম রাঙতা মেলা অনুষ্ঠিত হয়। এরপর ২০১৫ সাল বাদ দিয়ে প্রতি বছর, অর্থাৎ এ পর্যন্ত মোট ছয়বার রাঙতা আয়োজিত হয়েছে।

অন্যান্য মেলার থেকে রাঙতা কেন আলাদা?
রাঙতা শুধু ব্যবসায়িক মেলা নয়। রাঙতায় উদ্যোক্তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী নন, বরং সহযোগী বন্ধু। সেই সঙ্গে রাঙতা মেয়ে নেটওয়ার্কের বার্ষিক মিলনমেলা এবং আমাদের বিভিন্ন উদ্যোগের সংযোগবিন্দু হিসেবে কাজ করে। ক্রেতা, বিক্রেতা এবং আয়োজকদের মধ্যে বন্ধুত্বপূর্ন স্বচ্ছ সম্পর্ক গড়ে তুলতে এবং বজায় রাখতে রাঙতা মেলা সঞ্জীবনী শক্তি সঞ্চার করে থাকে।

রাঙতা মেলায় কতটি স্টল রাখা হয়? এবারের মেলায় কি কোনো স্টল খালি আছে?
একেকবার স্টলের সংখ্যা একেকরকম হয়। সাধারণত মেলার দুই মাস আগেই সব স্টল পূর্ণ হয়ে যায়।

এবারের রাঙতা মেলা কবে, কখন, কোথায়?
ইদকে সামনে রেখে আসন্ন ১ ও ২ জুন তারিখে ধানমন্ডির মাইডাস সেন্টারে এবারের রাঙতা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত। 

এবারের রাঙতায় অংশগ্রহণ করতে চাইলে কী করতে হবে?
রাঙতায় চলে আসতে হবে বন্ধু ও স্বজনদের নিয়ে। সব স্টল অনেক আগেই বুক হয়ে গেছে। উদ্যোক্তা হিসেবে আর কাউকে নেওয়ার সুযোগ তাই আর নেই। তবে মেলায় ঘুরতে আসতে পারবেন যে কেউ।

এই মেলা বিষয়ে সবাইকে জানানোর জন্য কী ব্যবস্থা করা হয়?
রাঙতা পেইজ থেকে পাবলিক ইভেন্ট তৈরি করে মেয়ে নেটওয়ার্কের সবাইকে আমন্ত্রণ জানানো হয়।
ইভেন্ট লিংক- https://www.facebook.com/events/230642164355022/

কী ধরনের পণ্য রাঙতায় অগ্রাধিকার পায়?
দেশে উৎপাদিত কিংবা প্রক্রিয়াজাত করা পণ্য যার মধ্য দিয়ে সংশ্লিষ্ট উদ্যোক্তার অনন্যতা প্রকাশ পায়।

এবারের মেলায় কী কী পণ্য পাওয়া যাবে?
নতুন-পুরাতন বই, হরেক রকম খাবার, মসলা, ছোট বড় সকলের জন্য নিজস্ব নকশার জামাকাপড়, দেশীয় তাঁতের শাড়ি, দেশি জামদানি, কাতান, নকশিকাঁথা শাড়ি, হাতে বানানো গয়না, রংতুলিতে আঁকা পোশাক, গৃহস্থালির সরঞ্জাম, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ব্যাগ, জুতো, নির্ভরযোগ্য কসমেটিকস, খেলনা, পেইন্টিং এবং বিভিন্ন ধরনের সেবা।

রাঙতায় কি বিদেশি পণ্য বিক্রি হয়?
সীমিত পরিসরে হয়। মেয়ে নেটওয়ার্কের নির্ভরযোগ্য হাতে গোনা কজন উদ্যোক্তা রাঙতায় নির্বাচিত বিদেশি পণ্যের স্টল নেওয়ার সুযোগ পান।

রাঙতায় শুধু পাকিস্তানি পণ্য নিষেধ কেন? ভারতীয় পণ্য কেন নয়? এটি কি রেসিস্ট আচরণ নয়?
আমরা পাকিস্তানের সাথে যেকোনো ধরনের অর্থনৈতিক সম্পর্কের বিরুদ্ধে। ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কের বিরুদ্ধে নই। এ কারণে রাঙতায় পাকিস্তানি পণ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং ভারতীয় পণ্য বিশেষ ব্যতিক্রম ছাড়া না রাখার পক্ষে। ভারতের বিশাল বাজারের সাথে প্রতিদ্বন্দ্বিতায় আমরা পারব না। তাই ভারতীয় পণ্য বেচতে নিরুৎসাহিত করি আমরা। পাকিস্তানের বেলায় চিন্তাটা ভিন্ন। পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বর্জনের কারণটা রাজনৈতিক। তাই বলে আমরা পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি বিরূপ মনোভাব পোষণ করি না। আমাদের এই অবস্থান তাই রেসিস্ট নয়। যেহেতু পাকিস্তান এবং ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কের ব্যাপারে আমাদের বিধিনিষেধের কারণ এক নয়, সেহেতু আমরা পোস্টারে এই দুই দেশের নাম পাশাপাশি লিখি না। 

রাঙতা মেলার জন্য আলাদা স্পন্সর নেওয়া হয়? কেন?
না। প্রয়োজন হয় না।

রাঙতায় স্টল নিতে চাইলে কী করতে হবে?
হুটহাটে যোগ দিলে সবচেয়ে ভালো হয়। কারণ সব পরিকল্পনা আর খবরাখবর সবার আগে ওখানে যায়। এছাড়া রাঙতা পেইজে নজর রাখলে মেলার ঘোষণা জানতে পারবেন।

হুটহাটে যোগ দেওয়ার উপায় কী?
তিনটি প্রশ্নের উত্তর দিয়ে জয়েন রিকোয়েস্ট পাঠাতে হবে। প্রশ্নগুলোর উত্তর গ্রুপের বর্ণনায় এবং প্রশ্নের সঙ্গে পেয়ে যাবেন। মন দিয়ে পড়ে বুঝে নিতে হবে।
গ্রুপের লিংক- https://www.facebook.com/groups/hoot.haat/

হুটহাটে এবং রাঙতায় কি শুধু নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করতে পারে?
না। লিঙ্গনির্বিশেষে সব মানুষ অংশগ্রহণ করতে পারবেন। তবে মেয়ে নেটওয়ার্কের কারো রেফারেন্স থাকতে হবে।

রাঙতায় কি শুধু নারীরা আসতে পারবে?
না। লিঙ্গনির্বিশেষে সব মানুষ মেলায় আসতে পারবেন।

রাঙতায় অংশগ্রহণের বয়সসীমা কী?
কোনো বয়সসীমা নেই।

মেয়ে নেটওয়ার্কের মেলায় ছেলেদের অংশগ্রহণ কেন?
কারণ আমরা সর্বত্র নারীপুরুষ সবার সহাবস্থানে বিশ্বাসী।

নারী/নতুন উদ্যোক্তাদের জন্য কি রাঙতায় ডিসকাউন্ট আছে?
পুরো নেটওয়ার্ক যেহেতু নারীদের, সেহেতু নারী উদ্যোক্তাদের জন্য আলাদা কোনো ডিসকাউন্ট নেই। রাঙতার ডিসকাউন্ট জেন্ডার বা ব্যবসার মেয়াদের উপর নয়, বরং ব্যবসার ধরন এবং হুটহাটে ও রাঙতায় অংশগ্রহণের গুণগত মানের উপর নির্ভরশীল।

রাঙতায় কি শিশুদের আনা যাবে? বয়সসীমা কত?
সববয়েসি শিশুদের আনা যাবে। মেলাস্থলে ডে কেয়ারের সুবিধা থাকবে। দুগ্ধপোষ্য শিশুদের মায়ের দুধ পানের ব্যবস্থাও থাকবে রাঙতায়।

রাঙতায় কি হুইলচেয়ারে যাওয়ার মতো অবকাঠামো আছে?
আছে। হুইলচেয়ারবান্ধব র‍্যাম্প এবং লিফট আছে।

রাঙতায় বয়স্কদের বিশ্রাম নেবার কোনো সুবিধা থাকছে কি?
থাকবে।

রাঙতায় কি ধূমপানের জায়গা থাকবে?
না। ধূমপানের প্রয়োজন বোধ করলে বাইরে যেতে হবে।

রাঙতায় কি প্রার্থনার জায়গা থাকবে?
থাকবে।

রাঙতার পণ্যের মূল্য কেমন হয়ে থাকে?
যেটুকু না হলেই নয়।

রাঙতায় কি দরদামের সুযোগ থাকবে?
না।

রাঙতায় কি ক্রেতাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে?
রাঙতার জরিপে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে।

রাঙতায় কি কার্ডে পে করার ব্যবস্থা থাকবে?
থাকবে।

রাঙতায় কি কোনো পণ্য বুক করে যাখা যাবে?
যাবে। তবে রাঙতায় সশরীরে উপস্থিত হয়ে কিছু অগ্রীম বুকিং দিতে হবে। ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট শর্তে বাড়ির ঠিকানায় সেটি পৌঁছে দেওয়া হবে।

রাঙতার ব্যবসায়িক সাফল্যের কারণ কী?
ক্রেতা বিক্রেতার বন্ধুতা এবং আস্থার সম্পর্ক। রাঙতায় যারা আসেন তারা সাধারণত কেনার মানসিক প্রস্তুতি নিয়েই আসেন। হুটহাটে ক্রেতাবিক্রেতার সরাসরি যোগাযোগের কারণে ক্রেতার চাহিদা সম্পর্কে বিক্রেতাদের ধারণা থাকে। সে অনুযায়ী পণ্য মেলায় আনা হয়। ক্রেতারাও জানেন যে ভালো দামে ভালো পণ্য তারা পাচ্ছেন। তাই বিক্রি ভালো হয় এবং মেলা সফল হয়।

রাঙতার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
বার্ষিক মেলা থেকে রাঙতার পরিসর বৃদ্ধি করা।

রাঙতা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের উপায় কী?
রাঙতা পেইজে। লিংক- https://www.facebook.com/Rangtaa2013/

No comments: